ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, সেপ্টেম্বর ২, ২০২৫
বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবী কারাগারে বরগুনায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আওয়ামীপন্থি ১২ আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত

বরগুনা: বরগুনা জেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বরগুনা আইনজীবী সমিতির ১২ আওয়ামীপন্থি আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।

বরগুনা সদর থানার দায়ের করা এ মামলা সূত্র জানা যায়, দুই বছর আগে ২০২৩ সালের ১৭ মার্চ মামলায় অভিযুক্তরা জেলা আওয়ামী লীগের অফিসে কেক কেটে শেখ মজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন। পরে সেখান থেকে সবাই একত্রিত হয়ে লোহার রড, জিআই পাইপ, দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বরগুনার বিএনপিকে উৎখাত করতে মিছিলসহ জেলা বিএনপির অফিসে প্রবেশ করেন। পরে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন তারা। এ সময় অফিসের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে অফিসের সামনের সড়কে সেগুলো স্তূপ করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের ৩০ এপ্রিল রাতে সদর থানায় মামলা করা হয়। মামলায় সাবেক তিন এমপিসহ আওয়ামী লীগের ১৫৮ নেতাকর্মীকে আসামি করা হয়। মামলাটির বাদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।