ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

সারাদেশ

শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয় কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, জুলাই ১৩, ২০২৫
শরীয়তপুর জেলা এনসিপির সমন্বয় কমিটি গঠন ম্যাপ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে আগামী তিন মাস কিংবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত অ্যাডভোকেট রুহুল আমিনকে প্রধান সমন্বয়কারী ও সবুজ তালুকদারকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

শনিবার (১২ জুলাই) রাতে ৩৩ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম সমন্বয়কারী ওয়ালী উল্লাহ জাবের, অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, মাওলানা ইয়াকুব উসমানী, লিজা আখতার, জাকির হোসেন মিন্টু (আদর), মোস্তাজ যুবের মিটলু, মাহমুদুল হাসান, মো. জাহিদুল ইসলাম শিমুল, ইয়াসমিন আক্তার (ফাতেমা), আব্দুল কুদ্দুস হাওলাদার, রিদোয়ান মাহমুদ শিখন, মো. ইব্রাহিম, কান্তা আক্তার, মোহাম্মদ গোলাম মোস্তফা, নাজির মোল্লা, মো. শাহেদ হাসান, সবুজ খান, রিফাতুল হাওলাদার, মো. আল-আমিন, সামসুন্নাহার শিকদার (হালিমা), মো. নাঈম ইসলাম, মাহবুবা রহমান আলো, মাসুম মিয়া, আবু নাঈম, মাসুদ রানা, মো. পলাশ খান, খালেদুল ইসলাম রানা, সেভেনা আক্তার (আফরোজা), কাজী তরুণ, নজরুল ইসলাম ও ফরহাদ খান।

এ বিষয়ে শরীয়তপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের পথচলা শুরু। এনসিপি এমন একটি রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে, যেখানে একজন নাগরিক তার ধর্ম, বর্ণ, শিক্ষা কিংবা শ্রেণিগত পরিচয়ের বাইরে শুধুমাত্র দেশের নাগরিক হিসেবে রাষ্ট্রের সেবা, সুযোগ ও সুরক্ষা লাভ করবে। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।  

তিনি আরও বলেন, শরীয়তপুর জেলা সমন্বয় কমিটি অনুমোদন করায় আমরা এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞ।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।