ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

লামায় যুবক হত্যা, একই পরিবারের ৫ জন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৫, জুলাই ১৬, ২০২৫
লামায় যুবক হত্যা, একই পরিবারের ৫ জন গ্রেপ্তার যুবক হত্যার দায়ে গ্রেপ্তারকৃতরা

বান্দরবানের লামা উপজেলায় পারিবারিক কলহের জেরে আব্দুর রহমান (২৩) নামে এক যুবক খুন হয়েছেন।  

আব্দুর রহমান বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের পূর্ব চান্দির আমতলি মুসলিম পাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিডিয়া ফোকাল পয়েন্ট আবদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রহমানের সঙ্গে তার ভাই আব্দুল শুক্কুরের স্ত্রী মিনু আক্তারের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল।

 এর জেরে গত ১৪ জুলাই রাতে মিনু আক্তারের ভাই ও কয়েকজন মিলে ভিকটিমকে মারধর করেন। একপর্যায়ে মিনু আক্তারের ছোট ভাই মো. সোহেল তার সঙ্গে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিম আব্দুর রহমানের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে আব্দুর রহমান লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপারের নির্দেশে লামা থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকা পাঁচজনকে গ্রেপ্তার এবং এ ঘটনায় ব্যবহৃত একটি ধারালো চাকু জব্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিডিয়া ফোকাল পয়েন্ট আবদুল করিম আরও জানান, গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা হাজিপাড়ার কামাল উদ্দিনের তিন ছেলে মো. সোহেল (২২), মো. জাহেদ (৩০), মো. রিয়াজ (২৪), মেয়ে মিনু আক্তার (৩৫) ও স্ত্রী হালিমা বেগম (৫৫)।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।