ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

চিরকুটে লেখা ছিল, ‘ওসি স্যার আমি বিচার চাই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, জুলাই ২৩, ২০২৫
চিরকুটে লেখা ছিল, ‘ওসি স্যার আমি বিচার চাই’

সুদখোর মহাজনের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কানু সরকার (৪৫) নামে এক ব্যবসায়ী। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে লিখে গেছেন, ‘ওসি স্যার আমি বিচার চাই, আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২১ জুলাই) জামালগঞ্জ উপজেলার নতুন পাড়ার রবীন্দ্র ভৌমিকের ভাড়াটিয়া বাসায়। সেদিন বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কানু সরকার। মঙ্গলবার (২২ জুলাই) নিহতের স্ত্রী প্রতিমা তালুকদার জামালগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

কানু সরকার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে। পেশায় তিনি থাই অ্যালুমিনিয়াম ও গ্লাসের ব্যবসায়ী ছিলেন।

মৃত্যুর আগে লিখে যাওয়া চিরকুটে কানু সরকার উল্লেখ করেন:

‘বড়া বড় জামালগঞ্জ থানা ওসি স্যার, আমি বিচার চাই। আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরেও মাসুক আমাকে হুমকি দেয়, টাকা না দিলে পিটিয়ে টাকা আদায় করিবে। এই ভয়ে আমি আমার জীবন ত্যাগ করিলাম। আজ তিনটার ভিতর টাকা না দিলে আমার বাসার মালামাল নিয়ে যাবে—এ বিষয়ে নিচতলার স্বপন জানে। ইতি, আমি বিচার চাই— কানু বাবু। এই মরার দায় মাসুক ও তার বউ। ’

নিহতের স্ত্রী প্রতিমা তালুকদার জানান, দিরাই থেকে এসে কানু সরকার জামালগঞ্জ নতুন পাড়ায় থাই গ্লাসের ব্যবসা শুরু করেন। ব্যবসায়িক কারণে অর্থসংকটে পড়ে উপজেলার তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নেন। নিয়মিত সুদ পরিশোধ করলেও শেষের দিকে দুই মাস কিছুটা সমস্যা দেখা দিলে টাকা দিতে দেরি হচ্ছিল।

এই সুযোগে মাসুক একাধিকবার এসে হুমকি দিতে থাকে। মৃত্যুর দিন বিকেল তিনটার মধ্যে টাকা না দিলে বাসার মালামাল নিয়ে যাবে বলে হুমকি দেয় মাসুক। তখন প্রতিমা তালুকদার ছিলেন বাবার বাড়ি দিরাইয়ে। সেখান থেকে স্বামীর আত্মহত্যার খবর পেয়ে জামালগঞ্জে ছুটে আসেন তিনি।

তিনি জানান, আমার স্বামীকে আত্মহত্যার জন্য মানসিকভাবে প্ররোচিত করেছে মাসুক ও তার স্ত্রী শিল্পী বেগম। তারা দীর্ঘদিন ধরে সুদের টাকার জন্য ভয়ভীতি ও চাপ দিচ্ছিল। আমি থানায় গিয়ে তাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছি।

নিহতের দেহ সুনামগঞ্জ মর্গে রয়েছে বলে জানা গেছে।  

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, কানু সরকারের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী প্রতিমা তালুকদার বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে থানায় একটি মামলা করেছেন। দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৬ ধারায় মামলা (নং-১১, তারিখ-২২/০৭/২৫) রুজু করা হয়েছে। আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছি।  

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।