ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

সারাদেশ

সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুলাই ২৩, ২০২৫
সৈয়দপুরে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৯ দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন । এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

 

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ৩টায় সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কের সদর উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড় সংলগ্ন) এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা সোনার তরী নামে যাত্রীবাহী একটি বাস দিনাজপুর যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত বাসের ১৯ জন আহত হয়েছেন জানা গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, সৈয়দপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার কাজ চলমান রয়েছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে ও থানা পুলিশ কাজ করছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।