ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

 ১১ ঘণ্টা পর সাজেকে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, জুলাই ২৪, ২০২৫
 ১১ ঘণ্টা পর সাজেকে যান চলাচল স্বাভাবিক সাজেকে যান চলাচল স্বাভাবিক

খাগড়াছড়ি: দীর্ঘ ১১ ঘণ্টা পর পাহাড় ধস বন্ধ হওয়ায় সাজেকের সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে আটকা পড়া পর্যটকরা সাজেক ছেড়ে গেছেন।

দুপুর তিনটার দিকে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা মিলে সড়ক থেকে মাটি সরিয়ে দেন।

এরআগে গতকাল রাতের প্রবল বর্ষণে ভোরে সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের ধসের এ ঘটনা ঘটে। এতে পর্যটকসহ দুই পাশে স্থানীয়রাও আটকা পড়েন।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়ক থেকে মাটি সরিয়ে ফেলায় পর্যটকরা ফিরে গেছেন। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।

এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।