খাগড়াছড়ি: দীর্ঘ ১১ ঘণ্টা পর পাহাড় ধস বন্ধ হওয়ায় সাজেকের সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে আটকা পড়া পর্যটকরা সাজেক ছেড়ে গেছেন।
এরআগে গতকাল রাতের প্রবল বর্ষণে ভোরে সাজেকের বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের ধসের এ ঘটনা ঘটে। এতে পর্যটকসহ দুই পাশে স্থানীয়রাও আটকা পড়েন।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়ক থেকে মাটি সরিয়ে ফেলায় পর্যটকরা ফিরে গেছেন। যান চলাচলও স্বাভাবিক হয়েছে।
এডি/জেএইচ