ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

সারাদেশ

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, জুলাই ২৮, ২০২৫
লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসাসেবা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ।

খাগড়াছড়ি: রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল থেকে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোন উপজেলার দাঙ্গা বাজার এলাকায় এ চিকিৎসাসেবা দেওয়া হয়।

এতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, শারীরিক দুর্বলতা, মাথাব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন।

লংগদু জোনের আরএমও ক্যাপ্টেন মো. নাভিদ নেওয়াজসহ দুইজন চিকিৎসক প্রায় ২০০ জন রোগী এ চিকিৎসাসেবা দেন। পরে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।