ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

যশোরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, যশোর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, জুলাই ২৯, ২০২৫
যশোরে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রউফকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ জুলাই) বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আব্দুর রউফ তার নিজ বাড়িতে দলীয় লোকজনদের নিয়ে গোপন বৈঠক করছেন। এ খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আব্দুর রউফের বিরুদ্ধে বাঘারপাড়া থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তাকে দুপুরে একটি মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।