ঢাকা, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

কিশোরী স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩০, জুলাই ২৯, ২০২৫
কিশোরী স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার হবিগঞ্জের মানচিত্র

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় স্ত্রী মাইশা আক্তারকে (১৬) হত্যার অভিযোগে স্বামী সোহাগ মিয়াকে (২৭) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
 
সোহাগ মিয়া উপজেলার কলেজপাড়া এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

নিহত মাইশা আক্তার মাধবপুর উপজেলার হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
 
র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ২৮ জুলাই কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  পরে সোমবার (২৯ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 
র‍্যাব জানায়, বছরখানেক আগে প্রেমের সম্পর্কের জেরে আদালতে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সোহাগ ও মাইশা। বিয়ের পর থেকেই মাইশা স্বামী ও তার পরিবারের সদস্যদের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে। গত ১৮ জুলাই সকালে সোহাগ তার শ্যালিকাকে ফোন করে জানায়, মাইশা বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
 
চারদিন পর ২২ জুলাই বিকেলে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, সোহাগদের বাড়ির পাশের ডোবায় কচুরিপানার নিচে এক নারীর মরদেহ ভাসছে। গিয়ে মাইশার বাবা বিল্লাল মিয়া লাশটি তার মেয়ে মাইশার বলে শনাক্ত করেন।
 
ময়নাতদন্তে জানা যায়, মাইশা ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তার মৃত ও আংশিক পচা ভ্রূণও উদ্ধার করা হয়।
 
ঘটনার পরদিন বিল্লাল মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা করেন। এরপর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক সোহাগকে গ্রেপ্তার করে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।