ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

সারাদেশ

বরিশালে মামলার আসামি আ. লীগ কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৮, আগস্ট ৮, ২০২৫
বরিশালে মামলার আসামি আ. লীগ কর্মী গ্রেপ্তার গ্রেপ্তার শওকত বালী শাওন

বরিশালের উজিরপুরে মো. শওকত বালী শাওন (৫০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় শুক্রবার (৮ আগস্ট) ভোর রাতে তাকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার শওকত বালী উজিরপুর উপজেলার সাতলা এলাকার মৃত নুর হোসেন বালীর ছেলে। তিনি উপজেলায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান ইকবাল অনুসারী।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে রাজনীতি বিষয় নিয়ে শওকত বালী শাওনের সঙ্গে সাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাসের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শওকত বালী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ বিশ্বাস ভিডিও করে ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন। পরে বিষয়টি উজিরপুর থানা পুলিশকে অবহিত করলে তারা শওকত বালীকে গ্রেপ্তার করেছে।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি শওকত বালী। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কটূক্তির ঘটনায় কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।