ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪১, সেপ্টেম্বর ২০, ২০২৫
গাজীপুরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রী নিহত 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে ঝুলে ছিলেন।

 

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনে এ ঘটনা ঘটে।  

তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।  

কালিয়াকৈর হাইটেক সিটি রেলওয়ে স্টেশন মাস্টার খোরশেদ আলম জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল সিল্কসিটি ট্রেন। এক পর্যায়ে ট্রেনটি কালিয়াকৈর মহিষবাথান এলাকায় হাইটেক সিটি রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এ সময় ট্রেনের ভেতর দরজার সামনে দাঁড়িয়ে ওই যাত্রী বাইরের দিকে ঝুলে শরীরে বাতাস লাগাচ্ছিলেন। এ সময় সিগন্যাল পোস্টের সঙ্গে ধাক্কা লেগে তিনি ট্রেন থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে নীল রঙের টিশার্ট ও কালো জিন্স প্যান্ট রয়েছে।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. নাদির উজ-জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ