জার্মানি থেকে: অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে প্রতিযোগিতা বিধি লঙ্ঘনের অপরাধে গুগলকে ২.৯৫ বিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইইউ কমিশনের অভিযোগ, গুগল তাদের নিজস্ব বিজ্ঞাপনকে অন্য প্রতিযোগীদের তুলনায় অগ্রাধিকার দিয়ে একচেটিয়া প্রভাব বিস্তার করেছে।
শুক্রবার (৫ আগস্ট) ইউরোপীয় কমিশন জানায়, গুগল দীর্ঘদিন ধরে অনলাইন বিজ্ঞাপন খাতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছে। ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটি তাদের প্রভাবের অপব্যবহার করে আসছে। এতে ইইউ চুক্তির ১০২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে বলে কমিশনের তদন্তে উঠে এসেছে।
কমিশনের ভাষ্য অনুযায়ী, গুগলের ব্যবসায়িক মডেল স্ববিরোধী। প্রতিষ্ঠানটি একদিকে নিজেই বিজ্ঞাপন সরবরাহ করে। আবার অন্যদিকে তৃতীয়পক্ষের বিজ্ঞাপনদাতাদের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। একই সঙ্গে গুগলের নিজস্ব অনলাইন মার্কেটপ্লেস রয়েছে, যেখানে বিজ্ঞাপনের জায়গা কেনাবেচা হয়। ফলে গুগল নিজের ব্যবসাকে অন্য প্রতিযোগীদের তুলনায় বেশি সুবিধা দিয়েছে বলে অভিযোগ।
ইইউ কমিশনের প্রতিযোগিতা বিষয়ক কমিশনার তেরেসা রিবেরা বলেন, গুগলকে এখন এর স্বার্থের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা না হলে আমরা আরও কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করব না।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনই গুগলের প্রধান রাজস্ব উৎস। গুগলকে ৬০ দিনের মধ্যে জানাতে হবে তারা কীভাবে তাদের ব্যবসায়িক মডেল পরিবর্তন করে এ অভিযোগের সমাধান করবে।
অন্যদিকে কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির বৈশ্বিক নিয়ন্ত্রণবিষয়ক প্রধান লি-অ্যান মুলহল্যান্ড বলেন, এ সিদ্ধান্তটি ভুল। এতে অন্যায্য জরিমানা আরোপ করা হয়েছে এবং এমন কিছু পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে, যা ইউরোপজুড়ে হাজারো ব্যবসার ক্ষতি করবে।
তিনি আরও বলেন, এ পরিবর্তনের ফলে ইউরোপের অনেক ছোট-বড় ব্যবসার জন্য আয় করা কঠিন হয়ে পড়বে।
উল্লেখ্য, গুগল অ্যাডটেক সংক্রান্ত এ তদন্ত ২০২১ সালে শুরু করে ইউরোপীয় কমিশন। চলতি বছরের শুরু থেকেই জরিমানার প্রস্তুতি নিচ্ছিল ব্রাসেলস।
এসআই