ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মানিকগঞ্জে ভাড়া বাসায় পড়েছিল মা ও দুই সন্তানের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ২৩, ২০২৫
মানিকগঞ্জে ভাড়া বাসায় পড়েছিল মা ও দুই সন্তানের লাশ মা ও দুই সন্তানের লাশ

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক গৃহবধূ ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার কবি মহিদুর সড়কের দোতলা ওই বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করে সদর থানা পুলিশ।

নিহতরা হলেন- মালয়েশিয়া প্রবাসী দেওয়ান শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী শিখা আক্তার (২৯), ছেলে আরাফাত ইসলাম আলভি (৯) ও মেয়ে সাইফা আক্তার (২)।

জানা যায়, জেলার হরিরামপুর উপজেলার আন্দামানিক গ্রামের আব্দুর রহমানের ছেলে শাহীনের সঙ্গে প্রায় তিন বছর আগে শিখা আক্তারের বিয়ে হয়। জীবিকার তাগিদে শাহীন মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটাচ্ছেন। গত ১৫ ও ১৬ আগস্ট তিনি স্ত্রী শিখাকে নিয়ে পশ্চিম বান্দুটিয়ার মুক্তাদিরের বাড়ি ভাড়া নেন। পরদিন শাহীন মালয়েশিয়া ফিরে যান এবং শিখা বাসা ছেড়ে চলে যান। পরে ৭ ও ৮ সেপ্টেম্বর সন্তানদের নিয়ে আবারও ওই বাসায় ওঠেন শিখা।

শিখার ছেলে আরাফাত ইসলাম আলভি স্থানীয় বেসরকারি শাহীন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে প্রতিবেশী আলমগীর বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার জন্য শিখার বাসায় নক করলেও কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিককে জানান। পরে মালিক মুক্তাদির ও শিখার মোবাইলফোনে কল করলেও রিসিভ না করায় জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পাশের ভবন থেকে জানালা দিয়ে লাশ পড়ে থাকতে দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে খাট থেকে শিখার এবং মেঝে থেকে তার দুই সন্তানের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে গ্যাস বড়ি (অ্যালুমিনিয়াম ফসফেট) ট্যাবলেটের একটি খালি কৌটা জব্দ করা হয়।

পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিখা দুই সন্তানকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছেন।

প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, সোমবার রাতে ডাকলেও কোনো সাড়া না পেয়ে ভেবেছিলাম সবাই ঘুমিয়ে পড়েছেন। মঙ্গলবার সকালে আবার চেষ্টা করেও যোগাযোগ না পেয়ে বাড়িওয়ালাকে বিষয়টি জানাই।

বাড়ির মালিক মুক্তাদির বলেন, খবর পেয়ে দ্রুত এসে ৯৯৯-এ কল দেই। পরে পুলিশ এসে জানালা দিয়ে লাশ দেখতে পায় এবং দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, মা-সহ তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াসমিন খাতুন বলেন, নিহত শিখা ছিলেন শাহীন আহমেদের দ্বিতীয় স্ত্রী, আর শাহীনও তার দ্বিতীয় স্বামী। ছেলে আরাফাত শিখার প্রথম স্বামীর সন্তান এবং মেয়ে সাইফা শাহীনের সন্তান। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকে এ ঘটনা ঘটতে পারে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ