বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের আগে কৃত্রিমভাবে ময়লা ছিটিয়ে পরে তা পরিষ্কার করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেঘলা পর্যটন কেন্দ্রে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী পলিব্যাগ ভর্তি বোতল ও ময়লা-আবর্জনা ছিটিয়ে দিচ্ছেন। এরপর জেলা প্রশাসকের উপস্থিতিতে প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা সেই ময়লা পরিষ্কার করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয় ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু করেন।
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ভিডিওটি দেখার পর আমি বিষয়টি জানতে পারি। আমার এক কর্মচারী সাংবাদিকদের বলছিল যে, এখানে তো তেমন ময়লা নেই, পরিষ্কার করার মতো কিছু নেই, ম্যাডাম কি পরিষ্কার করবেন?। তখন কেউ কেউ মজা করে কিছু ময়লা ছিটাতে বলেন, আর কর্মচারীরাও হাসতে হাসতে তা করে। আমরা অন্যদিকে ব্যস্ত থাকায় বিষয়টি খেয়াল করিনি। ওয়েব ভিডিওর দুইটি সিন মিলিয়ে দেখুন—ওখানে আসলেই কোনো ময়লা ছিল না।
তিনি আরও বলেন, তবুও এ ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা বুঝতে পারেনি যে, এটি নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে।
এমজে