ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, সেপ্টেম্বর ২৯, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস ধর্মঘট প্রত্যাহার ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটের মালিকদের ডাকা বাস ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এই তিন জেলা থেকে দূরপাল্লার বাসগুলো আগের মতোই স্বাভাবিকভাবে চলাচল করবে বলে জানিয়েছেন মালিকরা।

 

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকায় মালিক-শ্রমিকদের এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত হয় এবং বিকেল ৪টা থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়।  
 
সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া বৈঠকে দীর্ঘ আলোচনার পর উভয়পক্ষের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামীতে কাউকে না জানিয়ে এভাবে হঠাৎ বাস চলাচল বন্ধ করা যাবে না।

এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ৭ সেপ্টেম্বর রাতে তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেন শ্রমিকরা। দুইদিন পর মালিকপক্ষের আশ্বাসে তারা ফের বাস চালানো শুরু করেন। কিন্তু আশ্বাস অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধি করা না হলে ২২ সেপ্টেম্বর সকাল থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে চালকের বেতন ট্রিপপ্রতি ১২৫০ থেকে বাড়িয়ে ১৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও তার আগের রাতেই মালিকরা বাস বন্ধ করে দেন।

চারদিন বাস বন্ধ থাকার পরে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি, সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন গ্রুপের চেয়ারম্যান, ঢাকা জেলা যানবাহন সমিতির সভাপতি, রাজশাহী শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম তোতা মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি, চাঁপাইনবাবগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার, নাটোর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক- আব্দুল মজিদের উপস্থিতিতে ২৩ সেপ্টেম্বর নেওয়া সিদ্ধান্ত উভয়পক্ষ মেনে নেয়। তবে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে বাস চালক, সুপারভাইজার এবং চালকের সহকারী এ তিনজনের (হেলপার) পূর্বে স্টাফ খোরাকি ২১০/- টাকা থেকে ৯০ টাকা বৃদ্ধি করে ৩০০/- টাকা নির্ধারণ করা হয় এবং বাস স্টাফরা রাস্তায় কোনো প্রকার লোকাল যাত্রী উঠালে স্ব-স্ব কোম্পানির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে।  

এদিকে মালিক শ্রমিক ফলপ্রসু বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল বলেন, আজকের আলোচনায় মালিক ও শ্রমিক উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে। আগের মতোই সুশৃঙ্খলভাবে বাস চলবে।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ঢাকায় বাস মালিকদের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক সন্তোষজনকভাবে শেষ হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের সব কাউন্টার থেকে বিকেল ৪টায় বাস চলাচলা শুরু হয়েছে। শ্রমিকদের দৈনিক মজুরি যেটা বৃদ্ধি করা হয়েছিল সেটা আবারও মেনে নিয়েছে মালিকপক্ষ। পাশাপাশি যে খোরাকি দাবি করা হয়েছিল সে দাবি পূরণ করেছে মালিকপক্ষ এবং যত্রতত্রর গাড়ি দাঁড় করে যাত্রী উঠালে মালিকপক্ষ ব্যবস্থা নিতে পারবে বলে সিদ্ধান্ত হয়।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।