ঢাকা, বুধবার, ১৫ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বদ্ধ ঘরে পড়েছিল মা-মেয়ের অর্ধগলিত লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৩, সেপ্টেম্বর ৩০, ২০২৫
বদ্ধ ঘরে পড়েছিল মা-মেয়ের অর্ধগলিত লাশ বদ্ধ ঘরে পড়ে আছে মা-মেয়ের লাশ।

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে সমিলা রানি (৪৫) ও প্রতিবন্ধী শাপল রানি (১৮) নামে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২৯) সন্ধ্যায় সদর উপজেলার ভূল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

 তারা উভয়ে একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী-মেয়ে।

প্রতিবেশী ননী চন্দ্র বলেন, সমিলা তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একায় থাকতেন।  তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন। বিকেলে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখুঁজি করলে তাদের কোন সাড়াশব্দ মেলেনি৷ পরে সবাই মিলে ডাকাডাকি করলে ভেতরে লাশ দেখতে পাওয়া যায় আর চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হয়।  ভেতর থেকে দরজা বন্ধ ছিল।

প্রতিবেশী পুস্পা রানি বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যাই সন্ধ্যায় আসি। কয়েকদিন থেকেই তাদের বাইরে দেখিনি। শোনলাম যে ঘরের ভেতরে উনারা মারা গেছেন।  

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি৷ আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে৷ শর্ট সার্কিটের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি৷ লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।