ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩১, অক্টোবর ৪, ২০২৫
খাগড়াছড়িতে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলায় সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ।  

শনিবার (৪ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।

এদিন ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অর্থ ও এক বস্তা চাল বিতরণ করা হয়। এ সময় চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। প্রাথমিক সহায়তা হিসেবে এ ত্রাণ দেওয়া হলেও পরিষদ সবসময় তাদের পাশে থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য আবদুল লতিফ, প্রশান্ত কুমার ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।