বরিশাল: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ নৌ-র্যালি অনুষ্ঠিত হয়।
নৌ-র্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞার সময় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার জন্য জেলা ও উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
জেলা প্রশাসক জানিয়েছেন, এ অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষার পাশাপাশি দেশে ইলিশের সরবরাহ বাড়বে। পাশাপাশি নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ করা হবে।
মৎস্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, বরিশাল জেলায় মোট জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে কার্ডধারী জেলে ৬৬ হাজার ৫২৪ জন। কার্ডধারী জেলেদের জন্য এক হাজার ৬৬৩ দশমিক এক মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগে জেলের সংখ্যা চার লাখ ৪৭ হাজার। এর মধ্যে তিন লাখ ৪০ হাজার জেলেকে চাল দেওয়া হবে।
অপরদিকে ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশাল জেলার হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর মধ্যে হিজলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমের উদ্যোগে মেঘনা নদীর বিভিন্ন অংশে চারটি ড্রোন উড়িয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমএস/আরআইএস