নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে মফিজ উদ্দিন বসু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজ ওই এলাকার মৃত ছুতা প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বিলে মাছ ধরতে যান মফিজ। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়অ
হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরিবারের সদস্যরা খবর পেয়ে বিলে গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এসআরএস