ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, অক্টোবর ৪, ২০২৫
বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর প্রতীকী ছবি

মহাসড়ক পারাপারের সময় বেপরোয়া গতির বাসের ধাক্কায় আব্দুর রশিদ মুহুরী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
 
শনিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।


 
স্থানীয়রা জানান, অন্তরা পরিবহনের একটি বাসের যাত্রী ছিলেন আব্দুর রশিদ। বাসটি ফিলিং স্টেশনের সামনে যাত্রাবিরতি করলে বাস থেকে নেমে মহাসড়ক পারাপারের সময় সেভেন স্টার পরিবহনের বেপরোয়া গতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, দুর্ঘটনার পরপরই চালক বাস ফেলে পালিয়ে যান। সেভেন স্টার পরিবহন নামে বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।  
 
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।