খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা এবং গুইমারা উপজেলায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) ভোর ৬টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়।
এর আগে সকালে জুম্ম ছাত্র-জনতার স্থগিত থাকা সড়ক অবরোধও প্রত্যাহার করা হয়।
শনিবার (৪ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর চাহিদার ভিত্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ পর গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার স্বাক্ষরিত অপর এক প্রজ্ঞাপনে গুইমারা উপজেলাতেও জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহারের কথা জানানো হয়।
গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা ও গুইমারা উডজেলায় সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছিল।
গত ২৩ সেপ্টেম্বর এক মারমা স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে খাগড়াছড়িতে আন্দোলন শুরু হয়। ২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদর ও গুইমারায় সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতায় তিনজন পাহাড়ি নিহত হন এবং সেনা কর্মকর্তাসহ বহু মানুষ আহত হন।
গুইমারার রামসু বাজার ও আশপাশে দোকানপাট ও ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলা সদরের মহাজনপাড়া, নারিকেল বাগান এবং স্বনির্ভর বাজারে বহু ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করা হয়।
এডি/জেএইচ