আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে যদি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে যুক্ত করা চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনে পুনর্বহাল না করা হয়- তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ।
পাশাপাশি চান্দুরা এবং বুধন্তিকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্তি সরাইল-আশুগঞ্জের মানুষ মেনে নেবে না বলেও জানান তিনি।
শনিবার (০৪ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে গণসংযোগ ও পথসভায় এ কথা জানান তিনি।
শাহজাহান সিরাজ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনী আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অন্তর্গত বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে কমিশনের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওই দুই ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন কর্মসূচি পালন করেছে।
পথসভায় বিএনপি নেতা শাহজাহান সিরাজ বলেন, সরাইল-আশুগঞ্জে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা করতে হবে। যদি এটি না করে জোটের প্রার্থী দেওয়া হয়, তাহলে এখানকার মানুষ মেনে নেবে না এবং আসনটি হারানোর সম্ভাবনা রয়েছে। আমি সারাজীবন দলের জন্য কাজ করেছি। এখন আমি বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি। দলের কাছে আশা করব আমার দীর্ঘ শ্রম-ঘাম বিবেচনা করে আমাকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক দেবে।
এ সময় শাহজাহান সিরাজের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সরাইলে পৃথক পথসভায় অংশ নেন।
আরএ