ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, অক্টোবর ৪, ২০২৫
কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপ‌জেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের আমীর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি আল মামুন একই ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে একটি লোহার গেট বসানোর কাজ করছি‌লেন। এ সময় তার ব্যবহৃত ড্রিল মেশিন বিদ্যুতায়িত হয়ে যায়। মুহূর্তেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গেটের ভারী লোহার এক‌টি অংশ তার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, আল মামুন পরিশ্রমী ও সদালাপী ছি‌লেন । তার অকাল মৃত্যুতে সবাই শোকাহত।

এদিকে, কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোক বার্তায় আল মামুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।