ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফেনীতে জুলাই শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ, পিপি বললেন জালিয়াতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৯, অক্টোবর ৬, ২০২৫
ফেনীতে জুলাই শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ, পিপি বললেন জালিয়াতি ...

ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলাটি প্রত্যাহারের সুপারিশ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান। এ সময় ফেনী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, হুমায়ুন কবির বাদল ও অ্যাডভোকেট রেজাউল করিম তুহিন ভূঞা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিপি মেজবাহ উদ্দিন খাঁন জানান, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে শিহাব হত্যা মামলাটি (জিআর-৩৭২) প্রত্যাহারের কোনো সুপারিশ করা হয়নি। ফেনী থেকে মোট ৫৮০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, যেগুলো ৫ আগস্টের পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময়ে দায়ের করা হয়েছিল।

তিনি অভিযোগ করেন, কোনো একটি পক্ষ পিপির স্বাক্ষর জাল করে শিহাব হত্যা মামলা প্রত্যাহারের মর্মে সুপারিশ তৈরি করেছে। এর সঙ্গে পিপি বা মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি কেউই জড়িত নন।

পিপি আরও জানান, শিহাব হত্যা মামলায় শিহাবের মা মাহফুজা আক্তার বাদী হয়ে ১৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন, যা বর্তমানে চার্জশিট পর্যায়ে রয়েছে।

মামলাটি প্রত্যাহারের সুপারিশ করা আবদুল্লাহ আল মহসিন ও আবুল কালাম নামে দুই ব্যক্তিকে এই মামলায় চালান দেওয়া হয়েছে— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিপি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় এ বিষয়ে তার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে। ইতোমধ্যে সেই লিখিত ব্যাখ্যা পাঠানো হয়েছে, এবং মন্ত্রণালয় থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ