ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, অক্টোবর ১২, ২০২৫
কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বর্গা চাষীর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক বর্গা চাষীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার রামনগর গ্রামে এই ঘটনা ঘটে।

আশরাফ হোসেন ঐ গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের জাহাঙ্গীরের একটি মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর মারা ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের বেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।  

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, স্থানীয়রা জানান, ইঁদুর নিধনের জন্য বিদ্যুৎ ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী একটি পদ্ধতি। তারা বলেন, এভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পাতা আইনবিরুদ্ধ ও বিপজ্জনক। এর ফলে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।  

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।