ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

তজুমদ্দিনে আগুনে পুড়ল ১৯ আড়ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪১, অক্টোবর ১৯, ২০২৫
তজুমদ্দিনে আগুনে পুড়ল ১৯ আড়ত আগুনে পুড়ল ১৯ আড়ত

ভোলার তজুমদ্দিনে অগ্নিকাণ্ডে ১৯টি মাছের আড়ত পুড়ে গেছে।  

রোববার (১৯ অক্টোবর) ভোরের দিকে উপজেলার শশীভুলন আড়তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত আড়তদাররা হলেন- কামালউদ্দিন, জুলফিকার, সিরাজ মেম্বার, মাহিউদ্দিন, জামাল, কুটি, শাজাহান, হাজী হাফেজ, ফারুক, কবির সর্দার, জাকির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরণ চেয়ারম্যান, ইসতিয়াক হাসান, বেচু তালুকদার, মন্নান, হেলাল মেম্বার ও আনোয়ার হোসেন।

ব্যবসায়ীরা জানান, ভোরের দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়লে তারা চিৎকার দিয়ে লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১৯টি আড়ত সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম সংকটে পড়েছেন।

তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা করা হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।