ঢাকা, মঙ্গলবার, ৫ কার্তিক ১৪৩২, ২১ অক্টোবর ২০২৫, ২৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৩, অক্টোবর ২০, ২০২৫
ফরিদপুরে এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ  বিক্ষোভ মিছিল

ফরিদপুর: ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ফরিদপুরে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে ফরিদপুর জেলা শহরে ফরিদপুর মহানগর বিএনপি, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল এ বিক্ষোভ মিছিল করে।

 

মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।  

এসময় এ কে আজাদকে গ্রেপ্তারের দাবিসহ নানা স্লোগান দেয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে বিক্ষোভ সভায় বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহবায়ক এ বি সিদ্দিকী মিতুল, মিজানুর রহমান মিনান, কোতোয়ালি বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সদস্য সচিব আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদুল ইসলাম, সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান।  

তাদের দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ফরিদপুরের চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদ করা হয়েছে আজাদের বিরুদ্ধে।  

এ সময় বক্তারা অবিলম্বে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী সদস্য একে আজাদের গ্রেপ্তার দাবি জানান। সেই সাথে প্রশাসনকে হুঁশিয়ারি করে বক্তারা বলেন, বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে রোববার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফরিদপুর সদরের কৃষ্ণ নগর ইউনিয়নের পমানন্দপুর বাজার এলাকায় গণসংযোগের সময় এ কে আজাদের গাড়িবহরের ওপর হামলার অভিযোগ ওঠে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় ভাঙচুর করা হয় দুটি গাড়ি।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।