ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শেয়ারবাজার

ইস্টার্ন কেবলের ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
ইস্টার্ন কেবলের ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবল কোম্পানির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।



জানা যায়, ৩০ জুন ২০১৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন বিবেচনা করে এ লভ্যাংশ সুপারিশ করেছে ইস্টার্ন কেবল।

প্রস্তাবিত লভ্যাংশে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় চট্টগ্রামে ফ্যাক্টরি প্রাঙ্গণে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জানুয়ারি।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির মোট মুনাফা হয়েছে ৬৬ কোটি ৯৯ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪.৯৫ টাকা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।