বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জলবায়ু পরিবর্তন ও প্রভাব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘ, প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখা এই আলোচনা সভা আয়োজন করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা সদর উপজেলার সহ-সভাপতি ও ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শরাফত হোসেন।
বসুন্ধরা শুভসংঘ, প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার সদস্য মো: শাফায়াত হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মাসুদ, ফারহানা রশিদ, বাদল চন্দ্র দে এবং মো: সজীবসহ অন্যান্য শিক্ষকরা।
এ সময় আলোচকরা জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি মো: শরাফত হোসেন বলেন, সরকারের পাশাপাশি জনগণের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমিয়ে একটি নিরাপদ ও স্থিতিশীল ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে। এ সময় তিনি জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব শীর্ষক আলোচনা সভা আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মাসুদ বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি নীতি ও আর্থিক সেবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
সঠিক পরিকল্পনা, কার্যকর পদক্ষেপ ও আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
বসুন্ধরা শুভসংঘ, প্রাইভেট ইউনিভার্সিটি সমন্বিত শাখার সদস্য মো: শাফায়াত হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উক্ত আলোচনা সভা আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এবং মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে নদী, বন ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আলোচনা সভায় অংশগ্রহণকারী ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুমা বেগম ও খাদিজা বেগম জানান, জলবায়ু পরিবর্তন ও প্রভাব নিয়ে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত আলোচনা সভার মাধ্যমে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
আলোচনা সভার মাধ্যমে জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে।
এসময় বসুন্ধরা শুভসংঘের সদস্য আবিদ হোসেন রাফি এবং বিদ্যালয়ের মো: আবুল কালাম, মো: শাকিল, রাবেয়া বেগম, মো: রায়হানসহ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
নিউজ ডেস্ক