ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩২, ২৪ এপ্রিল ২০২৫, ২৫ শাওয়াল ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

বই দিবসে পাবিপ্রবি শিক্ষার্থীদের শুভসংঘের বই উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
বই দিবসে পাবিপ্রবি শিক্ষার্থীদের শুভসংঘের বই উপহার

‘বিশ্ব বই দিবসে আলো ছড়াই বই দিয়ে’ স্লোগানকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘের ওই বিশ্ববিদ্যালয় শাখা।  

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিশ্ব বই দিবস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘বই উপহার উৎসব-২০২৫’ এর মাধ্যমে শিক্ষার্থীদের হাতে শুভসংঘের উপহারের বই তুলে দেন অতিথিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহে বিশ্ব বই দিবস উপলক্ষে পাবিপ্রবি শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়ার ঘোষণা দেওয়া। শর্ত দেওয়া হয়, প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে বই পড়ে তার রিভিউ লিখে পাঠাতে হবে। শিক্ষার্থীদের পাঠানো বই রিভিউ থেকে উপহারের জন্য ২৫টি রিভিউ নির্বাচিত হয়। অনুষ্ঠানে সেই ২৫ জন রিভিউদাতাকে কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের জনপ্রিয় উপন্যাস ‘চর কাজলির মানুষ’ এবং ‘বুলু ও অচিন দ্বীপ’ বই দুটি উপহার দেওয়া হয়।   

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর, বসুন্ধরা শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য আলী আকবর রাজু, কালের কণ্ঠের পাবনা প্রতিনিধি প্রবীর সাহা।

বসুন্ধরা শুভসংঘের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী তন্ময় কুমারের সঞ্চালনায় বাংলা বিভাগের অধ্যাপক ড. মীর হুমায়ূন কবীর বলেন, ‘আমাদের বাংলাদেশের স্কুল পর্যায়ে উৎসব আছে। সেটি বিশ্ববিদ্যালয়েও বসুন্ধরা শুভসংঘ পাঠ্য বইয়ের বাইরে বই উপহার উৎসব করেছেন সেটি নিঃসন্দেহে আনন্দের। এই উৎসবের সাথে যারা জড়িত সকলকে আমি ধন্যবাদ জানাই। বর্তমানে ইন্টারনেটের যুগে আমরা বইয়ের ই-কপি পড়তে অভ্যস্ত। কিন্তু ছাপা বইয়ের গুরুত্ব আমাদের কাছে সব সময় গুরুত্বপূর্ণ। আমরা স্কুলে থাকতে নতুন বই পাওয়ার পর যে আনন্দে মেতে উঠতাম, আজকের দিনটি আমাদের স্কুলের সেই দিনে নিয়ে গেছে। আমি আশা করি বসুন্ধরা শুভসংঘের এরকম উদ্যোগ অব্যাহত থাকবে, তারা সব সময় ভালো কাজ করার চেষ্টা করে যাবে। '

এ সময় আরো বক্তব্য রাখেন আলী আকবর রাজু ও  প্রবীর কুমার সাহা।

সভাপতির বক্তব্যে সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজ করতে চেষ্টা করে। প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশের ফলে বইয়ের পাঠক দিন দিন কমে যাচ্ছে। মানুষ এখন বই পড়ার চেয়ে ইন্টারনেটে স্ক্রলিং করতে বেশি পছন্দ করে। কিন্তু আমাদের কাছে বই সব সময়ই অতি মূল্যবান। আমরা চাই তরুণ প্রজন্ম বই পড়ুক, বই পড়ে পৃথিবীকে আলোকিত করুক। সেই চিন্তার জায়গা থেকেই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বিশ্ব বই দিবসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়ার ক্ষুদ্র এক চেষ্টা। আমরা বিশ্বাস করি বইয়ের প্রতি আগামী প্রজন্মকে আগ্রহী করে তুলতে সবাই সবার মত এগিয়ে আসবে। আমাদের প্রত্যকের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা আলোকিত জাতি তৈরি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ’

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।