ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

জীবননগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ফটোগ্রাফি  কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩১, আগস্ট ২১, ২০২৫
জীবননগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ফটোগ্রাফি  কর্মশালা জীবননগরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ফটোগ্রাফি  কর্মশালা হয়েছে

চুয়াডাঙ্গা: আজকের যুগে ফটোগ্রাফি শুধু শখ বা শিল্পচর্চার মাধ্যম নয় বরং আয়ের সম্ভাবনাময় পথ হিসেবেও গুরুত্ব পাচ্ছে।  

এ বিষয়ে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যায় বসুন্ধরা শুভসংঘ জীবননগর উপজেলা শাখা আয়োজন করে “ফটোগ্রাফি হতে পারে আয়ের মাধ্যম” শীর্ষক কর্মশালা।

এতে অংশ নেন ২০ জন তরুণ।

উপজেলা বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের জীবননগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় ফটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ঢাকা থেকে আমন্ত্রিত অতিথি বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শামীম আলী চৌধুরী ও নাসের আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণকারীরা ফটোগ্রাফি থেকে আয় করার বাস্তব কৌশল, প্রয়োজনীয় সরঞ্জাম, বাজারের চাহিদা এবং সৃজনশীল কাজকে পেশায় রূপ দেওয়ার বিষয়ে ধারণা পান।
 
এসময় উপস্থিত তরুণদের উদ্দেশে জহিরুল ইসলাম বলেন, বর্তমানে অনলাইন প্লাটফর্ম, সোশ্যাল মিডিয়া, স্টক ফটোগ্রাফি ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকসহ নানা মাধ্যমে তরুণ-তরুণীরা ফটোগ্রাফি থেকে আয়ের সুযোগ পাচ্ছেন। বিশেষ করে প্রকৃতি, ভ্রমণ, পণ্য এবং ইভেন্ট ফটোগ্রাফির বাজার দিন দিন বিস্তৃত হচ্ছে। আজকের ডিজিটাল যুগে ভালো ছবি শুধু প্রশংসাই কুড়ায় না, আয়ের সুযোগও তৈরি করে। নিয়মিত অনুশীলন, আধুনিক এডিটিং সফটওয়্যার ব্যবহার এবং অনলাইন মার্কেটপ্লেসে ছবি বিক্রির মাধ্যমে তরুণরা ঘরে বসেই আয়ের পথ খুলতে পারেন।

বিশিষ্ট ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার নাসের আহমেদ বলেন, ফটোগ্রাফি এমন একটি বিষয়, যা শুধু আমাদের স্মৃতিকে ধরে রাখে না, প্রকৃতির কাছাকাছিও নিয়ে যায়। প্রকৃতি রক্ষায় দায়িত্ববানও করে। ফটোগ্রাফির জন্যে ঘুরেছি বিশ্বের নানা প্রান্তে।  

তিনি তার এ ফটোগ্রাফি জার্নিতে যেসব নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন, তা তুলে ধরেন।  

কর্মশালায় বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার শামীম আলী চৌধুরী ফটোগ্রাফির খুটিনাটি, ক্যামেরা, ফোকাস, ফ্রেমিং নিয়ে বিশদ ধারণা দেন।  

তিনি জানান, কাজকে যদি মনে প্রাণে ধারণ করা যায়, তাহলে তা শখ থেকে শুরু করে বাস্তব জীবনেও অত্যন্ত ভূমিকা রাখে। ভালো কাজের মাধ্যমে দেশ নয় আন্তর্জাতিক পর্যায়েও আয়ের মাধ্যম হিসেবে পথ দেখাবে ফটোগ্রাফি।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ