ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নালিতাবাড়ীতে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, সেপ্টেম্বর ২৮, ২০২৫
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নালিতাবাড়ীতে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নালিতাবাড়ীতে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে

শেরপুর: ‘শুভ কাজে সবার পাশে’ এ প্রতিপাদ্য নিয়ে বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৪০ শিশু-কিশোর।

প্রতি বছর এলাকায় বন্যার সময় শিশুমৃত্যুর ঘটনা ঘটে। এ বছরও পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ প্রেক্ষাপটে এ প্রশিক্ষণ নেওয়া হয়েছে।

এদিন শিশুদের পানিতে নামা, ভেসে থাকা ও মৌলিক সাঁতারের কৌশল শেখানো হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া শিশুরা ভয় কাটিয়ে আনন্দের সঙ্গে সাঁতার শেখে।

এ উদ্যোগের প্রস্তাব দেন বসুন্ধরা শুভসংঘ নালিতাবাড়ী শাখার সহ-সভাপতি সায়মা। তিনি বলেন, আমরা চাই আমাদের এলাকার কোনো শিশু যেন পানিতে ডুবে প্রাণ না হারায়। তাই শিশু-কিশোরদের সাঁতার শেখানোর পরিকল্পনা করি এবং আজ তা সফলভাবে বাস্তবায়ন হলো।

সভাপতি তোকির আহমেদ তানজিল বলেন, আমরা চাই ভবিষ্যতে আরও বেশি সংখ্যক শিশু এ প্রশিক্ষণের আওতায় আসুক।

উপদেষ্টা সদরুল আমিন জাবির বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং বন্যার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। শিশুরা আনন্দ প্রকাশ করে এবং তাদের অভিভাবক বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানান।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।