ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

এএইচএফ জুনিয়র হকি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

ওমানে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে স্বাগতিক ওমানকে শুটআউটে ৭-৬ গোলে হারিয়ে এই শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ফাইনালে সুলতান কাবুজ স্পোর্টস কমপ্লেক্সে ওমানের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে করেছিল বাংলাদেশ দল।

প্রথম কোর্য়াটারে শুরু এগিয়ে যায় ওমান। পরের দুই কোর্য়াটারে মুহুর্মুহু আক্রমণ শানিয়েও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে মোহম্মাদ হাসানের গোলে সমতা ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি সময় গোল না হওয়ায় শিরোপা নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

তাতেও ৩-৩ সমতা হয়। পাঁচ শুটআউটের মধ্যে দুই দলই তিনটি করে গোল করে। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলই পাল্লা দিয়ে গোল করছিল। একপর্যায়ে বাংলাদেশ টানা চার গোল করলেও স্বাগতিক ওমানের তালাল বাইত গোল মিস করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। ওমানকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এএইচএফ কাপের অনুর্ধ্ব-২১ শিরোপা ঘরে তুলল কোচ মামুনুর রশীদের শিষ্যরা।  

এর আগে, ২০১৪ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে এই ওমানকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।  

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকায় ফিরবে বাংলাদেশ দল।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।