ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শুরুতেই কষ্টার্জিত জয় নাদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
শুরুতেই কষ্টার্জিত জয় নাদালের

হেরে যাবেন এমন শঙ্কা সৃষ্টি হয়নি কখনোই। তবুও সেরা ছন্দে ছিলেন না রাফায়েল নাদাল।

জিততে কিছুটা কষ্ট করতে হয়েছে তাকে, ভুগতেও হয়েছে। চার সেটের লড়াইয়ে ৭-৫, ২-৬, ৬-৪, ৬-১ গেমে জিতে অস্ট্রেলিয়ান ওপেন শুরু করলেন বর্তমান চ্যাম্পিয়ন।

২৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন। ব্রিটিশ তারকা জ্যাক ড্রেপারের বিপক্ষে প্রথম সেট জিততে সংগ্রাম করতে। দ্বিতীয় সেটে হেরেই বসেন সোজা। তবে পরের দুই সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান। সেই সঙ্গে জিতে নেন ম্যাচও।

জয়ের পর নাদাল, ‘গত ছয় মাসে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি সেটা বিবেচনায় রাখলে খুবই ইতিবাচক শুরু এটি। গত বছর নিঃসন্দেহে আমার টেনিস ক্যারিয়ারের অন্যতম আবেগপূর্ণ এক টুর্নামেন্ট ছিল। অস্ট্রেলিয়ায় আরও একবার আসতে পেরে খুবই খুশি। জয়টা দরকার ছিল। প্রথম রাউন্ডে সম্ভবত অন্যতম কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। সে তরুণ, তার শক্তি আছে এবং আমি মনে করি দারুণ ভবিষ্যৎ আছে তার সামনে। ’

দ্বিতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ড।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।