ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এশিয়ান জিমন্যাস্টিকসের বিশেষ সম্মাননা পেলেন শেখ বশির আহমেদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এশিয়ান জিমন্যাস্টিকসের বিশেষ সম্মাননা পেলেন শেখ বশির আহমেদ

এশিয়ান জিমন্যাস্টিকসের বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের(বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এশিয়ান জিমন্যাস্টিকসে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ‘সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন’ অর্জন করেছেন এ ক্রীড়া সংগঠক।

কাতারের দোহায় গতকাল (১৬ জানুয়ারি) সোমবার অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ২২তম কংগ্রেসে শেখ বশির আহমেদ মামুনের হাতে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান সাতরি এ সম্মাননা সনদ তুলে দেন।

২০২০ সালে ঢাকায় ‘বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনে বিশ্বমান এবং বাংলাদেশে জিমন্যাস্টিকসের প্রসার ও অভূতপূর্ব উন্নতিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়ন।

বিরল এ সম্মাননা অর্জন করায় শেখ বশির আহমেদ মামুনকে অভিনন্দন জানিয়েছেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet