আগামী ২৭ আগস্ট ভারতের চেন্নাইয়ে শুরু হবে এশিয়া কাপ হকি। আসরকে সামনে রেখে বাংলাদেশ হকি ফেডারেশন যে প্রাথমিক দল ঘোষণা করেছে, সেখানে রয়েছে বড় চমক।
জাতীয় দলের চার অভিজ্ঞ খেলোয়াড় পুস্কর খিসা মিমো, মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিন এবার জায়গা পাননি চূড়ান্ত স্কোয়াডে।
ফলে তুলনামূলক অনভিজ্ঞ এক দল নিয়েই এশিয়ার বড় মঞ্চে লড়বে বাংলাদেশ। যদিও বাদ পড়া চারজনই চলমান জাতীয় ক্যাম্পে ছিলেন, শেষ পর্যন্ত নির্বাচকদের আস্থাভাজন হতে পারেননি তারা।
দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ডিফেন্ডার রেজাউল করিম বাবু। সহ-অধিনায়ক হিসেবে আছেন আশরাফুল ইসলাম। অধিনায়ক বাবু বলেন, ‘জাতীয় দলের নেতৃত্ব দেওয়া সবসময়ই গর্বের। সিনিয়র-জুনিয়র মিলে দল তৈরি করা হয়েছে। সবাই যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, আমরা ভালো ফল আনতে পারব। ’
অভিজ্ঞদের বাদ দেওয়ার বিষয়ে জাতীয় দলের প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব জানান, নির্বাচক কমিটির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘এই খেলোয়াড়রা প্রায় ১২০ দিন প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিলেন। দল নির্বাচনে আমরা ফিটনেস ও তারুণ্যকে অগ্রাধিকার দিয়েছি। ’
তবে বাদ পড়াদের ক্যাম্পে ডেকে শেষে দল থেকে ছেঁটে ফেলা হওয়ায় কিছু বিতর্কও তৈরি হয়েছে। এ নিয়ে প্রশ্ন করা হলে কোচ বিপ্লব বলেন, ‘তারা আগের দলে ছিলেন না। সম্মান দেখানোর জন্যই ক্যাম্পে রাখা হয়েছিল। না ডাকলে প্রশ্ন উঠত কেন ডাকা হয়নি। ’
উল্লেখ্য, পাকিস্তান এশিয়া কাপে অংশ নিচ্ছে না। সেই সুযোগে বাংলাদেশ টুর্নামেন্টে খেলার অনুমতি পেয়েছে এবং ফেডারেশন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল।
বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন
ডিফেন্ডার: রেজাউল করিম বাবু (অধিনায়ক), আশরাফুল ইসলাম (সহ-অধিনায়ক), ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান
মিডফিল্ডার: রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তৈয়ব আলী, তানভীর হোসেন সিয়াম
ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, রাকিবুল হাসান, আরশাদ হোসেন, মো. আব্দুল্লাহ
স্ট্যান্ডবাই: শাহিদুল রহমান সাজু
এআর/এমএইচএম