ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১২ অক্টোবর ২০২৪, ০৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন 

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

আজ (১২ মার্চ) এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।  

অভিনন্দন বার্তায় তিনি বলেন, এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক সিরিজ  জয়লাভ করার অবিস্মরণীয় গৌরব অর্জন করেছে বাংলাদেশ।  এর মাধ্যমে ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল। আমি আশা করি, আগামী ম্যাচেও অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে আমাদের দামাল ছেলেরা জয়ের ধারা অব্যাহত রাখবে।


বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।