ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

পদক জয়ের লক্ষ্য দিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
পদক জয়ের লক্ষ্য দিয়ার

গত বছর এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং আর্চারি টুর্নামেন্ট স্টেজ-১-এ সবমিলিয়ে তিনটি সোনা জিতেছিল বাংলাদেশের আর্চাররা। মেয়েদের দলগত রিকার্ভ, মিশ্র দ্বৈতের পর সোনা এসেছিল রিকার্ভ মহিলা এককেও।

 

এবারও পদক জয়ের লক্ষ্য নিয়ে আজ (১৩ মার্চ) দিবাগত রাতে তাইওয়ানের উদ্দেশে দেশ ছাড়ছেন দিয়া সিদ্দিকী-হাকিম আহমেদ রুবেলরা। আগামী ১৫ই মার্চ শুরু হবে এবারের আসর। তাইওয়ান এবং  চাইনিজ তাইপেতে এবারের আসর অনুষ্ঠিত হবে।

আজ রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারে তাইওয়ানের উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হবে বাংলাদেশ আর্চারি দল। আগামী ১৫ মার্চ বুধবার টিম ম্যানেজারস মিটিং, ইকুইপমেন্ট ইন্সপেকশন ও অফিসিয়াল প্র্যাক্টিস অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ বৃহস্পতিবার টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড অনুষ্ঠিত হবে। ৯ সদস্যের দলে ৬ জন আর্চার, দুই জন কোচ এবং টিম ম্যানেজার হিসেবে যাচ্ছেন।

দেশ ছাড়ার আগে বাংলানিউজকে পদক জয়ের আশার কথা শুনিয়েছেন দিয়া সিদ্দিকী, ‘অবশ্যই ভালো কিছুর লক্ষ্যে যাচ্ছি। প্রত্যেকটা এশিয়া কাপেই আমাদের লক্ষ্য থাকে সেরা সাফল্য পাওয়ার। চেষ্টা করব এবারও পদক নিয়ে ফেরার। ’

১০ ইভেন্টের এই প্রতিযোগিতায় বাংলাদেশের আর্চাররা অংশ নেবে সাতটিতে; রিকার্ভ পুরুষ একক, রিকার্ভ মহিলা একক, রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মিশ্র দলগত, কম্পাউন্ড পুরুষ একক, কম্পাউন্ড মহিলা একক এবং কম্পাউন্ড মিশ্র দলগত।  

নিষেধাজ্ঞা থেকে শর্ত সাপেক্ষে অব্যাহতি মিলেছে দেশের অন্যতম সেরা আর্চার রোমান সানার। তবে এখনই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। গত সপ্তাহে ট্রায়ালে ফিরেছেন তিনি। এপ্রিলে দ্বিতীয় ট্রায়ালে নিজেকে প্রমাণ করতে পারলেই ডাক পাবেন জাতীয় দলে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।