ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট

১৮ মার্চ থেকে সিলেটে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা।

আগের প্রতিশ্রুতি অনুযায়ী বিসিবির ওয়েবসাইটে টিকিট মিলবে।  

বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়। ওই অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনলাইনে টিকিট দেওয়ার কথা জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ১৮, ২০ ও ২৩ মার্চ। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর দুইটায়। তবে সিরিজের শেষ ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়।

চট্টগ্রামের মাঠে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে - ২৭, ২৯ ও ৩১ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে সকাল ১০টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৪-৮ এপ্রিল অবধি চলবে ম্যাচটি।

বাংলাদেশ সময় : ১২৪৩ ঘণ্টা, ১৫ মার্চ, ২০২৩
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।