ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

জাহিদের হ্যাটট্রিকে পিডব্লিউডির বড় জয় 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
জাহিদের হ্যাটট্রিকে পিডব্লিউডির বড় জয় 

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে জাহিদের হ্যাটট্রিকে শিশু কিশোর সংঘের বিপক্ষে ৫-১ গোলের বড় জয় পেয়েছে পিডব্লিউডি। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে পিডব্লিউডির বিপক্ষে কোনো প্রতিন্দ্বদ্বীতাই গড়তে পারেনি শিশু কিশোর সংঘ।

ম্যাচের ১০ মিনিটে জাহিদের গোলে এগিয়ে যায় পিডব্লিউডি। ২৪ মিনিটে নাঈমের গোলে ব্যবধান দ্বিগুণ করে আলমগীর আলোর দল। এরপর ২৯ মিনিটে দলের তৃতীয় এবং নিজের জোড়া গোল পূর্ণ করেন জাহিদ। ৩৫ মিনিটে অনিলের গোলে ব্যবধান ৪-০ তে নিয়ে যায় পিডব্লিউডি। ৪৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ হয় জাহিদের। একই সঙ্গে শিশু কিশোরের বিপক্ষে ৫-০ গোল ব্যবধানে এগিয়ে যায় দলটি। তবে ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে শিশু কিশোর সংঘের পক্ষে তারেক এক গোল শোধ দিলেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেনি।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ব্যাচেলর স্পোর্টিং ক্লাব ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব। ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে জিতে ব্যাচেলর। ম্যাচের প্রথম কোয়ার্টারে দুদল হাড্ডাহাড্ডি লড়াই করে। কিন্তু গোলমুখ কেউ খুলতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ২১ মিনিটে মেহেদীর গোল ১-০ তে এগিয়ে যায় ব্যাচেলর। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্যাচেলরের মেহেদী (২-০)। পিছিয়ে পড়ে গোলের চেষ্টা চালাতে থাকে কম্বাইন্ড। তৃতীয় কোয়ার্টারের ৪১ মিনিটে গিয়ে আবারো গোলের আনন্দে নেচে ওঠেন ব্যাচেলরের খেলোয়াড়রা। এবার দলের হয়ে তৃতীয় গোলটি করেন বিশাল (৩-০)। টানা তিন গোল হজমের পর টনক নড়ে কম্বাইন্ডের খেলোয়াড়দের। ৪৪ মিনিটে গিয়ে ম্যাচে প্রথম গোলের দেখা পায় তারা। তানভিরের গোলে ব্যবধান ১-৩- এ নামিয়ে আনে কম্বাইন্ড। মিনিট দুই পর আবারো গোল করে ম্যাচ জমিয়ে তোলেন তানভির। ব্যাচেলরের বিপক্ষে ব্যবধান কমে দাঁড়ায় ২-৩ গোলের। এরপর দুদলই চেষ্টা চালায় গোলের। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানের জয় নিয়ে টার্ফ ছাড়ে ব্যাচেলর।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad