ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

খেলা

শুক্রবার থেকে ছুটিতে হকি খেলোয়াড়রা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
শুক্রবার থেকে ছুটিতে হকি খেলোয়াড়রা

আাগামী মাসে ওমানে জুনিয়র এশিয়া কাপ হকিতে অংশ নেবে বাংলাদেশ। সেই লক্ষ্যে ক্যাম্প চলছিল অনূর্ধ্ব-২১ হকি দলের।

কাল থেকে ঈদের ছুটি পাচ্ছেন ক্যাম্পে থাকা খেলোয়াড়রা।  

বাংলাদেশ অ-২১ হকি দলের প্রধান কোচ মামুনুর রশীদ বলেন, ‘আজও সকালে অনুশীলন হয়েছে। বিকেলের অনুশীলন শেষে খেলোয়াড়রা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। আগামী মঙ্গলবার (২৫ এপ্রিল) আবার ক্যাম্পে যোগদান করবে তারা। ’ 

ছুটি থেকে ফিরে ভারতে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার কথা রয়েছে হকি দলের। সেখানে বেশ কিছু প্রস্তুতিমূলক ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।  


বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩ 
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।