ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

খেলা

বক্সিংয়ে দ্বিতীয় রাউন্ডে জিন্নাতের বিদায় 

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, সেপ্টেম্বর ২৭, ২০২৩
বক্সিংয়ে দ্বিতীয় রাউন্ডে জিন্নাতের বিদায় 

হাংজু এশিয়ান গেমস বক্সিংয়ে আজ বুধবার বাংলাদেশের সবার দৃষ্টি ছিল যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া বাংলাদেশি জিন্নাত ফেরদৌসের দিকে। কিন্তু আশাহত করলেন ২৯ বছর বয়সী বক্সার।

৫০ কেজি ওজন শ্রেণিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ভঙ্গিতে ছিলেন জিন্নাতের প্রতিপক্ষ মঙ্গোলিয়ান ইয়ুসগেন। তিন মিনিটের প্রথম রাউন্ডের ফাইটে জিন্নাত সমানতালেই লড়েছিলেন।  

পরের দুই রাউন্ডে নিজেকে সামলাতেই বেশি সময় গিয়েছে তার। প্রতিপক্ষ বক্সারকে খুব কমই কুপোকাত করতে পেরেছেন। উল্টো মঙ্গোলিয়ান বক্সারের পাঞ্চে বিধ্বস্ত হয়েছেন একাধিকবার।  

চার জাজের বিচারে সমান ৩০-২৭ পয়েন্টে হেরেছেন জিন্নাত। আর অন্য জাজ দিয়েছেন ৩০-২৬ স্কোর।  

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২৩
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।