ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

খেলা

ফাইনালে ওঠা হলো না ইমরানুরের

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ফাইনালে ওঠা হলো না ইমরানুরের ইমরানুর রহমান (সবুজ জার্সি পরিহিত)

এশিয়ান গেমসের ফাইনালে উঠতে পারলে লিখতে পারতেন নতুন ইতিহাস। তবে বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে এশিয়ান গেমসের ১০০ মিটারের ফাইনালে উঠতে পারলেন না ইমরানুর রহমান।

 

প্রথম হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন ইমরানুর। সেমিফাইনালে ওঠা ২৪ জন স্প্রিন্টার তিন হিটে অংশ নেন ৷ প্রতি হিটের প্রথম ২ জন এবং অবশিষ্টদের মধ্যে সর্বোচ্চ দুই টাইমিংধারী ফাইনালে খেলবেন। ইমরান নিজের হিটে ষষ্ঠ হওয়ায় তার আর ফাইনালে খেলার সম্ভাবনা নেই।

গতকাল প্রথম রাউন্ডের হিটে করেছিলেন ১০.৪৪ সেকেন্ড। আজ সেমিফাইনালে ০.০২ সেকেন্ড কমিয়ে ১০.৪২ করেছেন। তার ব্যক্তিগত সেরা টাইমিং ১০.১১। নিজের সেরা টাইমিং করতে পারলে ফাইনালে উঠে পদকের লড়াইয়ে নামতে পারতেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।