ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ বাংলাদেশের

বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। পাকিস্তানের বিপক্ষে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে তারা।

শেষদিকে নেমে ঝড়ো ব্যাটিং করেছেন স্বর্ণা আক্তার। বোলাররাও তাদের কাজটা করেছেন যথারীতি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আইসিসি একাডেমি গ্রাউন্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী দল।  

শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৪০ রান করেন নিগার সুলতানা জ্যোতিরা। পরে ১১৭ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।  

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনারদের মধ্যে সাথী রাণী ১৬ বলে ২৩ ও দিলারা আক্তার ৮ বলে ১০ রান করে আউট হন। সোবহানা মোস্তারি ২৪ বলে ১৫ রান করেন, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে ২২ বলে ১৮ রান।  

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ৩ চারে ১৭ বলে ২৮ রান করেন তিনি। ৮ বলে ১৪ রান আসে রিতু মণির ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুই উইকেট নেন সাদিয়া ইকবাল।

রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৩৩ বল খেলে দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন উমাইমা সোহাইল। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ফাতিমা সানার ব্যাটে। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন।

বাংলাদেশ সময় : ২৩১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০,২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।