ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

খেলা

পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
পদত্যাগ করেছেন বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন সংস্থাটির প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজ হাসান সিদ্দিকী । গত ১০ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

তবে আগামী তিন মাস তিনি বাফুফের সঙ্গে থাকবেন। এই সময়ে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন। নতুন প্রধান অর্থ কর্মকর্তার দায়িত্ব নিয়েছেন সৈয়দ আমিরুল। তিনি বাফুফের ফাইন্যান্স বিভাগে কর্মরত ছিলেন।

বাফুফের ব্যাংকিং সংক্রান্ত বিষয়াবলি এবং আন্তর্জাতিক সংস্থা ফিফা, এএফসি ও সাফের সঙ্গে সরফরাজের পরিবর্তে আমিরুল দেখভাল করবেন। গত কয়েক বছর ধরে বাফুফে প্রধান অর্থ কর্মকর্তাকে নিয়ে ভুগছে। ২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করে ফিফা। এরপর বাফুফে আর্থিক বিষয়াদি নিয়ে একটি তদন্ত কমিটি করে। সেই তদন্ত কমিটির কাজের মধ্যেই জুন-জুলাই মাসে তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন পদত্যাগ করেন। এর কয়েক মাস পরই সরফরাজ হাসানকে কাজী সালাউদ্দিন প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন।  

সোহাগ ফিফা থেকে নিষিদ্ধ হওয়ার পর বাফুফে তদন্ত কমিটি আবু হোসেনের দায় খুঁজে পায়। সেই তদন্ত প্রতিবেদনের আগেই তিনি পদত্যাগ করে চলে যান এবং সালাউদ্দিনও সেই পদত্যাগ গ্রহণ করে প্রশ্নের মুখে পড়েছিলেন। আবুর বিদায়ের পর তিনি সরফরাজকে নিয়োগ দেন। এরপর সরফরাজ দায়িত্ব পালন করেন। তবে তার কাজেও কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় পদত্যাগ করেছেন তিনি। এমনটাই ধারণা বাফুফে সংশ্লিষ্টদের।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।