ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

খেলা

বিদ্যুৎ বিপর্যয়ে থমকে গেল মাদ্রিদ ওপেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, এপ্রিল ২৮, ২০২৫
বিদ্যুৎ বিপর্যয়ে থমকে গেল মাদ্রিদ ওপেন বিদ্যুৎ বিভ্রাটে মাঝপথে থেমে গেল মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট/সংগৃহীত ছবি

জাতীয় বিদ্যুৎ বিভ্রাটে মাঝপথে থেমে গেল মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট। ব্রিটেনের জ্যাকব ফার্নলি সহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বাধ্য হয়ে কোর্ট ছেড়ে যেতে হয়েছে।

তৃতীয় রাউন্ডে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভের বিপক্ষে লড়ছিলেন ফার্নলি। একটি ম্যাচ পয়েন্ট বাঁচানোর পর তিনি ৬-৪, ৫-৪ ব্যবধানে পিছিয়ে থেকে সার্ভ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই প্রধান কোর্টে আচমকা খেলা স্থগিত হয়ে যায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে।

বিদ্যুৎ চলে যাওয়ার ফলে ইলেকট্রনিক লাইন-কলিং সিস্টেম এবং স্কোরবোর্ড অচল হয়ে পড়ে। সাময়িক বিরতির পর আম্পায়ার জানান, তিনি নিজে লাইন কল করবেন এবং খেলা আবার শুরু হবে। কিন্তু সমস্যা বাধে কোর্টের উপর ঝুলন্ত ‘স্পাইডার ক্যামেরা’ আটকে যাওয়ায়, যা খেলোয়াড়দের দৃষ্টিতে এসে পড়ে এবং স্বাভাবিক খেলার পরিবেশ বিঘ্নিত করে।

শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্তে খেলোয়াড়দের লকার রুমে ফিরে যেতে বলা হয়।

স্পেনের জাতীয় বিদ্যুৎ গ্রিড অপারেটর 'রেড ইলেকট্রিকা' জানিয়েছে, দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। মাদ্রিদে ট্রাফিক সিগনাল বন্ধ হয়ে গেছে এবং মেট্রো রেল পরিষেবাও আংশিকভাবে ব্যাহত হয়েছে। প্রতিবেশী দেশ পর্তুগালেও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

স্কটল্যান্ডের ফার্নলি ছাড়াও ব্রিটেনের আরও দুই তারকা খেলোয়াড়, ক্যামেরন নরি ও জ্যাক ড্র্যাপার, সোমবার মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে খেলতে নামার কথা রয়েছে। নরি মুখোমুখি হবেন কানাডার গ্যাব্রিয়েল ডিয়ালোর এবং ড্র্যাপার খেলবেন ইতালির মাত্তেও বেরেত্তিনির বিপক্ষে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।