ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

খেলা

ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ‘ইউএফসি ফাইট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, অক্টোবর ৬, ২০২৫
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ‘ইউএফসি ফাইট’ ইউএফসি'র সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বেশ পুরনো/সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী বছর তার ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে একটি ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ফাইট।

ভার্জিনিয়ার নরফোকে নৌবাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আগামী বছর ১৪ জুন আমরা হোয়াইট হাউসে একটি বড় ইউএফসি ফাইট আয়োজন করব, সরাসরি হোয়াইট হাউসের প্রাঙ্গণে।

১৪ জুনই ট্রাম্পের জন্মদিন, যদিও বক্তৃতায় তিনি বিষয়টি উল্লেখ করেননি। আগামী বছর সেই দিনটি হবে তার ৮০তম জন্মদিন।

এর আগে নিজের ৭৯তম জন্মদিনে ট্রাম্প আয়োজন করেছিলেন একটি সামরিক প্যারেড, যা যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হয়।

গত আগস্টে ইউএফসির প্রেসিডেন্ট ডানা হোয়াইট ঘোষণা করেছিলেন, আগামী বছরের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে হোয়াইট হাউসে এমএমএ (মিক্সড মার্শাল আর্টস) ফাইট অনুষ্ঠিত হবে। তবে ট্রাম্পের নতুন ঘোষণায় সেই সূচি এগিয়ে আসছে ১৪ জুনে।

ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইউএফসির প্রবল সমর্থক। গত ৭ জুন নিউ জার্সিতে অনুষ্ঠিত ইউএফসি ৩১৬ ইভেন্টে তিনি উপস্থিত ছিলেন, যেখানে লড়াই হয় প্রতিপক্ষকে নকআউট বা সাবমিশন করার নিয়মে।

হোয়াইট হাউসের প্রাঙ্গণে এই ধরনের ‘ব্রুটাল কমব্যাট স্পোর্টস’ আয়োজন হবে ইতিহাসে প্রথমবার।

ইউএফসির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক সংবাদ সম্মেলনে ডানা হোয়াইট বলেন, ‘আগামী বছরের শুরুতেই আমরা হোয়াইট হাউস কার্ড প্রস্তুত করা শুরু করব। আমি এখনই বলতে পারি, এটি ইউএফসির ইতিহাসে সবচেয়ে বড় ফাইট কার্ড হতে যাচ্ছে। ’

ইউএফসি হলো বিশ্বের সবচেয়ে সফল ‘মিক্সড মার্শাল আর্টস’ সংগঠন, যেখানে জিউ-জিৎসু, কিকবক্সিং, বক্সিং ও রেসলিংয়ের মতো বিভিন্ন লড়াইয়ের মিশ্রণ দেখা যায়। লড়াই অনুষ্ঠিত হয় আটকোণা রিংয়ে, যা পরিচিত ‘অক্টাগন’ নামে।

চোখে আঙুল দেওয়া ছাড়া প্রায় সব আক্রমণাত্মক কৌশলই এখানে বৈধ। পুরুষ ও নারী উভয় ফাইটারই প্রতিপক্ষকে নকআউট বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করেন।

এই খেলাটি বিশেষ করে তরুণ পুরুষ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়, যারা ২০২৪ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের অন্যতম সমর্থকগোষ্ঠী। দীর্ঘদিনের ইউএফসি সংযোগের কারণে ট্রাম্প নিয়মিত উপস্থিত থাকেন বড় বড় ফাইটে, যেখানে তাকে স্বাগত জানানো হয় রকস্টারের মতো উচ্ছ্বাসে।

তবে ইউএফসি নিয়ে বিতর্কও কম নয়। এর নৃশংস প্রকৃতি ও উচ্চ ইনজুরি ঝুঁকির কারণে অনেক চিকিৎসক সতর্ক করেছেন। বারবার মাথায় আঘাত পেলে যোদ্ধাদের মস্তিষ্কে দীর্ঘমেয়াদি ক্ষতি হতে পারে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে এই খেলাটি ধীরে ধীরে মূলধারার ক্রীড়াজগতে জায়গা করে নিচ্ছে।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।