ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৫তম জাতীয় সাব-জুনিয়র (অনূর্ধ্ব-১৬) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৬ তে মাহিন্দ্রা কমভিবারের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।
ফাহাদ ৭ খেলায় ৬.৫ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করে জাতীয় সাব-জুনিয়র দাবা শিরোপায় জয় অক্ষুন্ন রেখেছেন।
ছয় পয়েন্ট অর্জন করেন ৩জন খেলোয়াড়। টাইব্রেকিং পদ্ধতিতে সিরাজগঞ্জের মোঃ নাইম হক রানার-আপ, সরকারী বিজ্ঞান স্কুল ও কলেজের অমিত বিক্রম রায় তৃতীয় ও নরসিংদীর নোশিন আঞ্জুম চতুর্থ স্থান লাভ করেছেন।
সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে সেন্ট জুডস্ স্কুলের তাহসিন তাজওয়ার জিয়া পঞ্চম, হযরত শাহ আলী স্কুলের মিরাজ উদ্দিন আহমেদ ষষ্ঠ এবং বরিশালের আসিফ হাসান অনিম সপ্তম স্থান লাভ করেছেন। বিশেষ পুরস্কার পাচ্ছেন বালিকা মতিঝিল মডেল স্কুলের জান্নাতুল ফেরদৌস ও দ্বিতীয় বিশেষ বালিকা পুরস্কার পান নারায়ণগঞ্জের খুশী আক্তার।
অনূর্ধ্ব-১৪ বালক ক্যাটাগরির পুরস্কার পান দিবাকর দিব্য, দানিয়েল মুরাদ, অয়ন নূর নেওয়াজ, বালিকা অনূর্ধ্ব-১৪ পুরস্কার পান ওয়ালিজা আহমেদ ও অনন্যা চৌধুরী, অনূর্ধ্ব-১২ পুরস্কাপর পান সাদনান হাসান দিহান ও ক্রিস্টোফার রায়, অনূর্ধ্ব-১২ বালিকা পুরস্কার পান সামিহা চৌধুরী ও নাফিসা আঞ্জুম হিলালী, অনূর্ধ্ব-১০ বালক পুরস্কার পান স্বর্নাভো চৌধুরী, বালিকা অনূর্ধ্ব-১০ ইশরাত জাহান দিবা।
সপ্তম বা শেষ রাউন্ডের খেলা রোববার (২৮ আগস্ট) দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় ফাহাদ অনিমোর সাথে এবং তাহসিন মিরাজের সাথে ড্র করেন। নাইম দিহানকে, নোশিন আকিব জাওয়াদকে, অমিত অর্নবকে পরাজিত করেন।
৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতি এ ইভেন্টে ঢাকা শহরসহ ৩০টি জেলা হতে আগত ১০০জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন। বিজয়ীদের নগদ এক লক্ষ টাকা ও পুরস্কার ও ট্রফি দেয়া হয়।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৬
এমআরপি