ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হবিগঞ্জে অনূর্ধ্ব-১৬ রাগবি প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৬
হবিগঞ্জে অনূর্ধ্ব-১৬ রাগবি প্রশিক্ষণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ রাগবি ফেডারেশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুর্ধ-১৬ রাগবি প্রশিক্ষণ শুরু হয়েছে।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে রাগবি খেলোয়াড় বাছাইয়ের পর ৬০ জন খেলোয়াড়কে নিয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক সাবিনা আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, সহ-সভাপতি মরতুজ আলী, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, রাগবি ফেডারেশনের সদস্য দিন ইসলাম, কোচ বাসু দেব রায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, মহিউদ্দিন চৌধুরী পারভেজ, অ্যাডভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু, তাজ উদ্দিন আহমেদ তাজ ও হুমায়ুন কবির চৌধুরী শাহেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।