ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

খেলা

ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেবে না ইন্দোনেশিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, অক্টোবর ১০, ২০২৫
ইসরায়েলি জিমন্যাস্টদের ভিসা দেবে না ইন্দোনেশিয়া ছবি: সংগৃহীত

জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। গতকাল দেশটির আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র এক ভিডিও বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে।

আগামী ১৯ অক্টোবর থেকে জাকার্তায় শুরু হতে যাচ্ছে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ, যেখানে ৮৬টি দেশ অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েল দলেরও। যে দলে রয়েছেন টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত। কিন্তু ইন্দোনেশিয়ার সিদ্ধান্তে এখন অনিশ্চিত হয়ে পড়েছে এই বিশ্বসেরা অ্যাথলেটের অংশগ্রহণ।

আইনমন্ত্রী মাহেন্দ্র বলেছেন, ‘সরকার জাকার্তায় অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

তবে এই সিদ্ধান্তের পেছনে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক চাপও কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি দলের অংশগ্রহণের খবরে ইন্দোনেশিয়ার রাজনীতিবিদ, ধর্মীয় সংগঠন ও সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি তুলেছেন, গাজায় ‘গণহত্যা চালানো’ একটি দেশের খেলোয়াড়দের ইন্দোনেশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।

এর আগে ইন্দোনেশিয়া জিমন্যাস্টিকস ফেডারেশন ছয়জন ইসরায়েলি অ্যাথলেটের জন্য ভিসা স্পন্সর করার আবেদন জমা দিয়েছিল। কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠায় পরে তারা আবেদনটি প্রত্যাহার করে নেয় বলে জানান মাহেন্দ্র।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রেসিডেন্ট প্রাবোও সম্প্রতি জাতিসংঘে দেওয়া ভাষণে ভিন্ন বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টিও স্বীকার করে বক্তব্য শেষ করেন ‘শালোম’ শব্দ উচ্চারণ করে। তিনি বলেছিলেন, ‘আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে যে, ইসরায়েলের নিরাপত্তা ও সুরক্ষাও নিশ্চিত করতে হবে। তবেই প্রকৃত শান্তি অর্জন সম্ভব। ’

তবে আন্তর্জাতিক কূটনৈতিক বিবেচনা ছাপিয়ে ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ জনমতই শেষ পর্যন্ত প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশটিতে দীর্ঘদিন ধরে চলছে বিক্ষোভ ও মানববন্ধন। সেই আবহেই জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে সৃষ্টি হয় ব্যাপক বিতর্ক।

ইসরায়েলি জিমন্যাস্টিকস ফেডারেশন এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের মতে, বিশ্ব ক্রীড়াঙ্গনে ইসরায়েলবিরোধী মনোভাব যেভাবে বাড়ছে, ইন্দোনেশিয়ার এই সিদ্ধান্তও সেই প্রবণতার সাম্প্রতিক ও তাৎপর্যপূর্ণ উদাহরণ হয়ে থাকবে।

আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।